Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে অগ্নিদগ্ধ বৃদ্ধা মহিলার মৃত্যু

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ৫:৪৬ পিএম

চট্টগ্রামের রাউজান উপজেলায় অগ্নিদগ্ধ হওয়ার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় ছাবা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার ডা. রাজা মিয়ার বাড়ীর মৃত মুন্সি মিয়ার স্ত্রী।

শুক্রবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্র মতে, গত বুধবার সন্ধ্যায় নিজ ঘরে কেরোসিনের বাতি থেকে অসাবধানতাবশত শাড়ীতে আগুন লাগলে শরীর ঝলসে যায়। ঘটনার দিন অগ্নিদগ্ধ বৃদ্ধা মহিলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা যায়, অগ্নিদগ্ধ বৃদ্ধা মহিলার শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার নামাজে জানাযা শেষে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জননী বলে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ