বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্যামনগরে নববধূ ফাতিমা আক্তার রিমার ঘাতক স্বামী রায়হানকে ধরে পুলিশে সোপর্দ করে পিতা রুহুল আমিন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ঘাতকের পিতা রুহুল আমিন জানান, যৌতুকের জন্য দাম্পত্য কলহের জের ধরে গত ২১ ডিসেম্বর বুধবার গভীর রাতে রায়হান নিজ ঘরে স্ত্রীকে বেদম মারপিট করে। এক পর্যায়ে কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে রিমাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার দুদিন পরে মাগুরা বাস স্ট্যান্ড থেকে রায়হানকে কৌশলে আটক করা হয়।
এ ঘটনায় অনুতপ্ত রুহুল আমিন ঘাতক ছেলের বিরুদ্ধে শ্যামনগর থানার অভিযোগ দায়ের করেছেন।
শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য, ঘাতক রায়হান ও রিমা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। গত দেড় মাস পূর্বে তাদের বিয়ে হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।