Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন অঞ্জনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ৯:৪৯ এএম

যোগ্যতার মানদণ্ড বিচারে কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে থাকে সরকার। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এরইমধ্যে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির মাধ্যমে চূড়ান্ত তালিকার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু একাধিক সংবাদমাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে অভিনেত্রী ডলি জহুরের আজীবন সম্মাননা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটি উল্লেখযোগ্য বিভাগ আজীবন সম্মাননা পুরস্কার। এবার যৌথভাবে পুরস্কারটি পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর ও জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। কিন্তু এ তালিকায় ডলি জহুরের নাম দেখে বিস্তর আপত্তি অঞ্জনার। তিনি মনে করেন, চলচ্চিত্রশিল্পীদের মধ্যে আরও বর্ষীয়ান ও যোগ্য শিল্পী আছেন। আজীবন সম্মাননা তাদেরই প্রাপ্য।

শুক্রবার (৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রশ্ন তোলেন অঞ্জনা। নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ এর কয়েকটা ক্যাটাগরিতে সত্যিকার অর্থে দুখঃজনক লেগেছে। কিছুই বলার নেই। ডলি জহুর আপাকে কেন আজীবন সম্মাননা দেয়া হবে এটা আমার বোধগম্য না।’

এরপর তিনি লেখেন, ‘নিঃসন্দেহে তিনি ভালো অভিনেত্রী। কিন্তু ওনার চেয়ে স্বনামধন্য, দাপুটে অভিনেত্রী চিত্রনায়িকা শবনম, চিত্রনায়ক উজ্বল ভাই, নূতন, সুচরিতা, চিত্রনায়ক ও নৃত্য পরিচালক জাভেদ ভাই। যারা স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত চলচ্চিত্র শিল্পে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাদের না দিয়ে কেন ডলি আপাকে দিল এটা আসলেই হাস্যকর।’

অঞ্জনা আরও লিখেছেন, ‘ডলি আপা মূলত টেলিভিশন নাট্যশিল্পী। চলচ্চিত্রে তিনি এসেছেন ৮০ দশকের মাঝামাঝি সময়। কিন্তু এর অনেক আগেই। শবনম আপা, উজ্বল ভাই,জাভেদ ভাই, সুচরিতা ও নূতন চলচ্চিত্রে প্রতিষ্ঠিত। জুড়ি বোর্ডে এবার যারা ছিলেন তারা বাংলা চলচ্চিত্রের সঠিক ইতিহাস ভুলে গেছেন কি না আমি জানি না।’

তবে ডলি জহুরের পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেও একই ক্যাটাগরিতে মনোনীত হওয়ায় ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা জানিয়েছেন অঞ্জনা। তার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আজীবন সম্মাননায় মনোনীত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। আমার অসংখ্য সুপারহিট চলচ্চিত্রের জুটি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তী জননন্দিত চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।’

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য গত ১৬ আগস্ট তথ্য মন্ত্রণালয় ১৩ সদস্যের জুরিবোর্ড গঠন করে। পুরস্কারের জন্য ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদের্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য, ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র জমা পড়ে। পুরস্কার হিসেবে নির্বাচিত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও এককালীন নির্ধারিত পরিমাণ সম্মানী ও সম্মাননাপত্র দেওয়া হবে। আজীবন সম্মাননার জন্য তিন লাখ টাকা, শ্রেষ্ঠ পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য দুই লাখ এবং অন্যান্য ক্ষেত্রে এক লাখ টাকা করে দেওয়া হবে।



 

Show all comments
  • MD. MAYEEN UDDIN SUMON ৭ জানুয়ারি, ২০২৩, ১২:৪৭ পিএম says : 0
    চিত্রনায়িকা অঞ্জনার বক্তব্যের সাথে একত্নতাপোষণ করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ