Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কুতুবদিয়ায় আগুনে পুড়ে ছাই ৪টি বাড়ি

কক্সবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ৯:০৫ এএম

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ২টার দিকে বড়ঘোপ মনোহরখালী গ্রামের মঞ্জুর আলমের বাড়িতে আগুন লাগে। মুহুর্তেই একই লাইনে থাকা তার ভাই আক্তার আহমদ, আমিন জাফর ও হোছাইন আহমদের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশিরা আগুন নেভাতে চেষ্টা করলেও ততক্ষণে ৪ বাড়ির প্রায় পুরোটাই পুড়ে যায়। নগদ টাকা, স্বর্নালংকার, আসবাবপত্র, ধান সহ অনেক মালামাল পুড়ে যায়।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় ভাইদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। মন্জুর আলম জানান, গত বুধবার তার একটা দোকান নির্মান করা নিয়ে ভাই আমিন জাফরের ছেলেদের সাথে ঝগড়া হয়। এ ঘটনায় তারা মামলা করলে ভয়ে শুক্রবার রাতে বাড়িতে থাকেননি। এই সুযোগে প্রতিপক্ষ ভাই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে এমন ক্ষতি করেছে।

অপর ভাই আকতার আহমদের স্ত্রী আলেয়া বেগম জানান, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করেন। অসুস্থ স্বামী-স্ত্রী বৃহস্পতিবার বাড়িতে আসেন একটি দাওয়াত খেতে। অন্তত ১০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা।

আমিন জাফরের স্ত্রী সাবেক মহিলা ইউপি সদস্য ফরিদা জাফর বলেন, দীর্ঘ দিন ধরেই মন্জুর আলম তাদের ক্ষতি করার চেষ্টা করছেন। শুক্রবার গভীর রাতে মন্জুরের ছেলেরা তাদের নিজ বাড়িতে আগুন লাগিয়ে আমাদের সর্বনাশ ও ফাঁসানোর চেষ্টা করছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে সহকারি কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, জাইকা প্রতিনিধি জামাল উদ্দিন, পিআইও জিয়াউর রহমান, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম প্রমূখ পরিদর্শন করেন। এসময় জরুরী সহায়তা হিসেব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাথমিক ভাবে কম্বল, শুকনো খাবার, হাড়িপাতিল প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ