Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলি ইমিগ্রেশনে যাত্রীদের অ্যান্টিজেন টেস্ট শুরু

হিলি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

করোনার নতুন ধরণ বিএফ.৭ প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। ভারত থেকে আসা যাত্রীদের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। সেই সঙ্গে তাদের করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া আছে কিনা দেখা হচ্ছে। করোনার লক্ষণ দেখা যাওয়া যাত্রীদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। কেউ পজিটিভ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এ পর্যন্ত পজিটিভ যাত্রী পাওয়া যায়নি বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ স্ক্রিনিং বুথে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট রায়হান কবির। হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মাঝে ৬শ থেকে ৭শ পাসপোর্টযাত্রী যাতায়াত করে থাকে। মাস্ক পরিধান,স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখেই ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ