Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঢাকা লিট ফেস্ট-এ অংশগ্রহণ করছেন তারকারা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলা একাডেমিতে শুরু হওয়া ‘ঢাকা লিট ফেস্ট’-এ অংশ নিচ্ছেন বেশ কয়েকজন তারকা। ৮ জানুয়ারি পর্যন্ত চলমান এ ফেস্টে আজ অংশগ্রহণ করবেন অফজাল হোসেন, বন্যা মির্জা, চঞ্চল চৌধুরী। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের পরিচালনায় ‘ধরাবাঁধার বাইরে’ শিরোনামের সেশনে বাঁধনের সঙ্গে নিজেদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করবেন তারকারা। এ সেশন অনুষ্ঠিত হবে বিকাল সোয়া ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত একাডেমির মাঠে (লন)। ‘পুরুষত্ব বনাম পুরুষতন্ত্র’ নামের একটি সেশনে অতিথি হিসেবে থাকবেন বাঁধন। বন্যা মির্জার প্যানেল পরিচালনায় উৎসবের শেষ দিন ৮ জানুয়ারি ১২টা ৩০ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই সেশন। সেখানে বাঁধন ছাড়াও পর্যালোচকের আসনে থাকবেন ইরেশ যাকের, সায়ীদ আহমেদ, নবনীতা চৌধুরী, তকবির হুদা ও তাসফী হোসাইন। এছাড়া নির্মাতা রুবাইয়াত হোসেন আজ পরিচালনা করবেন নারী নির্মাতাদের নিয়ে একটি সেশন। এতে অংশ নেবেন হুমায়রা বিলকিস, এলিজাবেথ ডি.কস্টা, রাওয়ান সায়েমা ও তাসমিয়াহ আফরিন মৌ। ৮ জানুয়ারি রুবাইয়াত হোসেনের সঙ্গে ভার্চুয়াল মাস্টারক্লাসে অংশ নেবেন ইজরায়েলের ফিল্ম মেকার নাদাভ লাপিদ। অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার মেয়ে আইরা অংশ নেবেন আজ সকাল ১০টায় নজরুল মঞ্চে। বাচ্চাদের সেশনে তাদের বই ‘অ্যাডভেঞ্চার অব মম অ্যান্ড মি’ নিয়ে আলোচনা হবে। লিট ফেস্টের এবারের আয়োজনে নাটক, সিনেমা ও সঙ্গীতের আরো অনেক তারকা অংশ নিচ্ছেন বিভিন্ন সেশনে। একাডেমির নজরুল মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হচ্ছে গানের আসর। এতে বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা অংশগ্রহণ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ