Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ থেকে শুরু হচ্ছে প্রযুক্তি নির্ভর ধারাবাহিক কাজল রেখা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কাজল রেখা’ আজ থেকে শুরু হচ্ছে দীপ্ত টিভিতে। প্রতি শনি থেকে বৃহ¯পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এটি প্রচার করা হবে। অমিতাভ ভট্টাচার্য-এর নাট্যরূপে নাটকটি পরিচালনা করছেন এস এম সালাহ উদ্দিন। সালাহ উদ্দিন বলেন, আমাদের বাংলার লোক সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। চেষ্টা করছি, সবাই মিলে ভালো একটি কাজ করার। এ কাজের মাধ্যমে একদিন হয়তো সিন্দাবাদ বা আলাদীনের মতো কাজল রেখার নামও দর্শকের মনে স্থান করে নেবে। দর্শকদের ভিন্ন আমেজ দেবে ভিএফএক্স নির্ভর ধারাবাহিকটি। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, মুনিরা ইউসুফ মেমি, সৈয়দ শুভ্র, অবিদ রেহান, টুটুল চৌধুরী, ফারজানা ছবি, গোলাম ফরিদা ছন্দা, ফারজানা চুমকি, শুভেচ্ছা রহমান, সুবর্না মজুমদার, মোমেনা চৌধুরী, ঝুনা চৌধুরী, শাখাওয়াত শিমুল প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। কাজল রেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন নাইরুজ সিফাত, সুঁচ রাজার চরিত্রে ইমতু রাতিশ ও কাকন দাসী রূপে অভিনয় করেছেন সৈয়দা শিলা। নাটকটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। ব্ল্যাক এ্যান্ড হোয়াইট প্রোডাকশনের ব্যানারে ভিএফএক্স ও গ্রাফিক্সের ওপর ভিত্তি করে নির্মিত নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ