Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট যুবক শরিফুল

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৭:৪৬ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা কাটাবাড়ি সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে শরিফুল আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল পৌণে পাঁচটার দিকে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত শরিফ দাওধারা-কাটাবাড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নয়াবিল ইউনিয়ন পরিষদ এর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল করিম এর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বন্যহাতির দল শেরপুর সীমান্তের কখনও শ্রীবরদী, কখনও ঝিনাইগাতি আবার কখনও নালিতাবাড়ী সীমান্তের গারো পাহাড়ে বসবাস করে ফসলি জমি ও লোকালয়ে তান্ডব চালিয়ে আসছিল। তবে গত কয়েক মাস ধরে বন্যহাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি খাদ্যের সন্ধ্যানে গ্রামে বিচরণ করে আসছিল। একপর্যায়ে কাটাবাড়ি সীমান্তে অবস্থান নিলে বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্যহাতি দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফুল। এসময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফুলকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
স্থানীয় সূত্র জানায়, শরিফুল সবসময় হাতির কাছাকাছি অবস্থান থেকে বন্যহাতি তাড়াতো। তার এ দুঃসাহসের জন্য একাধিকবার তাকে বারণ করা হয়েছে।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কাটাবাড়ি পাহাড়ের টিলায় অবস্থান নেওয়া হাতির দলটি দেখতে গেলে শরিফুল হাতির আক্রমণে নিহত হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ