Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো!

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১০:১৯ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো এক যুবক। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর গান্ধিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুবকের নাম গুজরত আলী ওরফে মিসকিন। তিনি ওই এলাকার টগর আলীর ছেলে।

মিসকিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক ছেলে এক মেয়ে সন্তানের জনক মিসকিন দীর্ঘদিন থেকে গাঁজা সেবন করে অনেকটাই জ্ঞান শূন্যের মধ্যে জীবন যাপন করে আসছে। অপরদিকে তার সংসারে আর্থিক অবস্থাও স্বচ্ছল নয়। বিভিন্ন কারণে মিসকিনের বিবাহের পর তার স্ত্রীর সাথে ২/৩ বার বিবাহ বিচ্ছেদ ঘটলেও পুনরায় সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী তার সংসারে ফিরে আসে। আজ বিকেলে অজ্ঞাত কারণে নেশাগ্রস্ত মিসকিন বাড়ীর পাশে জঙ্গলে গিয়ে দা দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে নিজেই। পরে সন্ধ্যায় মিসকিন তার বাড়ীতে গেলে পরিবারের লোকজন তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে রক্ত ঝরতে দেখে।

এক পযার্য়ে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে, নিজ পুরুষাঙ্গ কর্তনের সুনির্দিষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার এসআই মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিসকিনের নিজ বাড়ী ও তার শ্বশুর বাড়ীতে খোঁজ নেয়া হচ্ছে। মাদকাসক্ত মিসকিন নিজ পুরুষাঙ্গ নিজেই কেটেছে বলে প্রমাণ পাওয়া গেছেও বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ