Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ১৫ নং আসনে দেব দুলাল বসু পল্টু এগিয়ে

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : আগামী ২৮ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দেব দুলাল বসু পল্টুই এগিয়ে রয়েছেন। এ নির্বাচনকে ঘিরে কোটালীপাড়া ১৫ নং আসনে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচনী মাঠ ঘুরে দেব দুলাল বসু পল্টু এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। কলাবাড়ী, সাদুল্লাপুর, রামশীল, রাধাগঞ্জ ও বান্ধাবাড়ী ইউনিয়ন নিয়ে ১৫ নং আসন এ আসনে ভোটার রয়েছেন ৬৫ জন। দুই প্রতিদ্ব›দ্বী সদস্য প্রার্থী এর একজন হলেন শিক্ষা সামাজিক ও বিভিন্ন কর্মকাÐের উপর একাধিক পদকে ভূষিত হওয়া এবং মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মÐলির সদস্য দেব দুলাল বসু পল্ট ু(তালা প্রতীক নিয়ে) অপরজন সমর চাঁদ মৃধা খোকন (হাতি প্রতীক নিয়ে)। তবে সমর চাঁদ মৃধা খোকনের দলীয় কোনো পরিচয় খুঁজে পাওয়া যায়নি। এদিকে পাঁচ চেয়ারম্যান দলীয় সমর্থনের ধুয়া তুলে খোকনের পক্ষে নামায় অন্য সব ভোটাররা দেব দুলাল বসু পল্টুর পক্ষে অবস্থান করেছেন।
তারা জানিয়েছেন চেয়ারম্যানরা দলীয় সমর্থনের ধুয়া তুলে আমাদের দিধা দ্ব›েদ্বর মধ্যে ঠেলে দিয়েছিলেন এখন সে দ্বিধাদ্ব›দ্ব কেটে গেছে আমরা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব, বিভিন্œ ভাবে এবং এখানকার রাজনৈতিক নীতি নির্ধারণী অভিভাবক সূত্র জানা যায় একক ভাবে কোন প্রার্থীকে দলীয় ভাবে সমর্থন দেয়া হয়নি। তাদের মতে যোগ্য ও জনপ্রিয়তা নিয়ে যে নির্বাচিত হয়ে আসবে তাকেই দল মূল্যায়ন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ