প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তারকা দম্পতি অনন্ত-বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ মুক্তির পর বেশ ভালো সাড়া ফেলেছিল প্রেক্ষাগৃহে। এবার তারা নাম লিখিয়েছেন নতুন সিনেমায়। অনন্ত-বর্ষা সম্প্রতি নতুন সিনেমা ‘কিল হিম’-এর শুটিং শুরু করেছেন। বগুড়ায় ২০ দিনের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তারা। প্রথম লটে ৯০ শতাংশ কাজ শেষ করেছেন বলে সংবাদমাধ্যমকে জানান সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল।
মোহাম্মদ ইকবাল বলেন, ‘কিল হিম’ সিনেমার প্রথম লটের শুটিং বগুড়ায় শেষ করেছি। এই লটে সিনেমার ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। ঢাকায় এর বাকি অংশের শুটিং শেষ করবো। এছাড়া এর গানের শুটিং দেশের বাহিরে করা হবে।’
জানা গেছে, ‘কিল হিম’ সিনেমায় বরাবরের মতো অনন্তের বিপরীতে দেখা যাবে বর্ষাকে। গত ৩রা সেপ্টেম্বর ‘কিল হিম’ সিনেমাটির মহরত করা হয়। এরপর এর প্রি-প্রোডাকশনের কাজ শেষে গত ১৩ ডিসেম্বর থেকে বগুড়ায় এর দৃশ্যধারণ শুরু হয়। শুটিং চলে একটানা ৪ই জানুয়ারি পর্যন্ত ।
অনন্ত-বর্ষা ছাড়াও ‘কিল হিম’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, নায়ক রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।
ঢাকাই সিনেমার সফল তারকা দম্পতিদের মধ্যে অনন্ত-বর্ষা অন্যতম। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে একসঙ্গে পর্দায় এসেছিলেন অনন্ত-বর্ষা। এরপর ‘হৃদয়ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মোস্ট ওয়েলকাম ২’, ‘দিন-দ্য ডে’ সিনেমায় দেখা গেছে তাদের।
দীর্ঘ ৮ বছর পর পবিত্র ঈদুল আজহায় ‘দিন: দ্য ডে’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল। এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন তিনি। এদিকে, অনন্ত-বর্ষার ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।