Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতে নেই কাজ, বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ৪:৪১ পিএম

বলিউড তারকাদের আয়ের উৎস কি শুধুই সিনেমা বা বিজ্ঞাপন থেকে? উত্তর- না। রিয়্যাল এস্টেটে বা জমি, বাড়ি ক্রয়-বিক্রয় করে মোটা টাকা উপার্জন করেন হিন্দি সিনেমার তারকারা। প্রায় সময়ই অনেক তারকা যেমন নতুন ফ্ল্যাট কিনে থাকেন, তেমনি পুরোনো ফ্ল্যাটও বিক্রি করেন। এবার বিকেসি-র ফ্ল্যাট ৩২.৫ কোটিতে বিক্রি করলেন সোনম কাপুর। সিগনেচার আইল্যান্ড নামের বহুতলের ৩ তলায় ছিল সোনমের এই ফ্ল্যাট। কিনেছে এসএমএফ ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি।

জানা গেছে, সম্পত্তিটি কেনার জন্য ১.৯৫ কোটির অগ্রিম দেন ক্রেতা। ২০১৫ সালে সোনম ৫৩৩৫ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি কেনেন প্রায় ১৫ কোটি টাকায়। বিক্রির সময় দ্বিগুণেরও বেশি দামে এই সম্পত্তি বিক্রি করলেন অভিনেত্রী। ২০১৫ সালের জুন মাসে মুম্বাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত এই বাড়িটি কিনেছিলেন সোনম। তবে সাড়ে সাত বছর পরেও তিনি এটি গত সপ্তাহে (২৯ ডিসেম্বর) ৩২.৫ কোটিতে বিক্রি করেছেন। সোনমের বাড়ির নতুন ক্রেতা বিল্ডিং-এ ৪টি গাড়ি পার্ক করার সুযোগ পাবেন।

সোনম একা নন, প্রিয়াঙ্কা থেকে জাহ্নবী, রাজকুমার-সহ অনেক তারকাই সম্পত্তি যেমন কেনেন, তেমন সেগুলো বিক্রিও করে দেন প্রয়োজন মতো। বেশি কিছুদিন ধরেই হাতে বিশেষ কোনো কাজও নেই অনিল-কন্যার। আগামী দিনেও যে কোনো ছবিতে তাকে দেখা যাবে, তারও কিছু খোঁজ-খবর নেই। সেই কারণেই কি ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিলেন সোনম! যদিও সেই বিষয়ে নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি।

২০০৭ সালে সাওয়ারিয়া দিয়ে ডেবিউ করেন অনিল-কন্যা সোনম কাপুর। শেষ দেখা গিয়েছে তাকে ‘দ্য জোয়া ফ্যাকটর’-এ। এরপর তাকে দেখা যাওয়ার কথা রয়েছে পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবের সঙ্গে ‘ব্লাইন্ড’ সিনেমায়। তবে আপাতত ছেলে বায়ু কাপুর আহুজা ও স্বামী আনন্দের সঙ্গেই সময় আনন্দঘন সময় কাটাচ্ছেন এই সুন্দরী। ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করে বর্তমানে পুরোদস্তুর সংসারী বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গত বছর সন্তানের মা হন তিনি। স্বামী-সন্তান নিয়ে লন্ডনেই থাকছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ