বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সরকারের ভয়াবহ দুঃশাসনের কবলে দেশ আজ বিপর্যস্ত। মেগা প্রকল্পের নামে দুর্নীতির ফলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ফলে দেশ আজ ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। যারাই সরকারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে গুম-খুন করা হচ্ছে। দেশকে এই সংকট থেকে বাঁচতে হলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। গত বুধবার ( ৪ জানুয়ারী) রাতে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কাইয়ুম চৌধুরী।
এছাড়া তিনি বলেন, ‘ এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারী সিলেট বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি সফল করতে হবে সর্বাত্মকভাবে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সঞ্চালনায় নগরীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, কোহিনূর আহমদ, জেলা কৃষক দলের আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক একেএম তারেক কালাম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সুমান আলী, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, কেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।