Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুনিশা শর্মার মৃতু: অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু জানালেন নতুন তথ্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ২:১৯ পিএম

গত ২৪ ডিসেম্বর শুটিং সেট থেকে উদ্ধার করা হয়েছিল ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত লাশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার সাবেক প্রেমিক শেজান মোহাম্মদ খানকে। এরপর থেকেই প্রতিদিনই বের হয়ে আসছে নতুন নতুন তথ্য। এ বার নতুন তথ্য পাওয়া গেল তুনিশার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী সনিয়া সিংহের কাছ থেকে। তিনি জানান তুনিশা অর্থের অভাবে ভুগছিলেন।

সনিয়া বলেন, “তুনিশা মাঝেমাঝেই আমায় যোগাযোগ করত, যখনই ও ফাঁকা থাকত। যদিও এই ডিসেম্বরে আমাদের মধ্যে খুবই কম কথা হয়েছিল। কারণ ও কোনও একটা সমস্যায় ছিল। ১৪ ডিসেম্বর তুনিশার সঙ্গে আমার দেখা হয়। তখন ও বলেছিল শেজান সম্পর্ক থেকে বিরতি চাইছে। ও বলেছে, আমার সময় চাই। সারা ক্ষণ প্রেম নিয়ে কথা বলা শেজানের পছন্দ ছিল না। আমি তখন তুনিশাকে বলেছিলাম সম্পর্কে এ সব কমবেশি হয়েই থাকে।”

শুধু তা-ই নয়, সনিয়া জানান, শেজানের পরিবারকে আপন করে নিয়েছিলেন তুনিশা। শেজানের মা-বাবাকে আম্মি-আব্বু বলেই সম্বোধন করতেন তিনি। তার পরেও আচমকা সনিয়ার থেকে তুনিশার টাকা ধার চাওয়ায় কিছুটা খটকাই লেগেছিল সনিয়ার।

বেঁচে থাকলে আজ (৫ জানুয়ারি) ধুমধাম করেই নিজের ২১তম জন্মদিন পালন করতেন অভিনেত্রী। আর তার জন্মদিনেই ‘আলিবাবা’ ধারাবাহিকের প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি বিএন তিওয়ারি প্রশ্ন তুলেছেন, শুটিং সেটে তুনিশার গায়ে শেজান খান হাত তোলার পরেও কেন প্রযোজনা প্রতিষ্ঠান কেন কঠোর ব্যবস্থা নিল না? শুটিং সেটে আত্মহত্যার চেষ্টা চালানো অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না করে ব্যক্তিগত গাড়িতে নিয়ে যাওয়া হল? কেন তুনিশার আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার রেশ কাটার আগে ফের সিরিয়ালের শুটিং করার জন্য চুপিসারে প্রস্তুতি নেওয়া হচ্ছে?

বড়দিনের প্রাক্কালে গত ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের পালঘরের ভাসাইতে ‘আলিবাবা’ ধারাবাহিকের শুটিং চলাকালীনই উদ্ধার করা হয়েছিল তুনিশা শর্মার ঝুলন্ত লাশ। ‘আলিবাবা’ সিরিয়ালে শাহজাদী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও মজা করে ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছিলেন তুনিশা শর্মা। ‘আলিবাবা: দস্তান-এ-কবুল’ সিরিয়ালের সেটে উপস্থিত সহকর্মীরা জানান, সে দিন বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন নায়িকা। বিরতির ফাঁকে এমন এক কাণ্ড করে বসবেন তুনিশা, কেউই ভাবতে পারেননি!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ