Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান গেয়ে মুর্শিদাবাদ মাতালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১:৪৪ পিএম

ঢাকাই চলচ্চিত্রের ‘ঢালিউড কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের দেশের পাশাপাশি ওপার বাংলাতেও রয়েছে দর্শকপ্রিয়তা। যে কারণে বিভিন্ন সময় এই অভিনেত্রী ওপার বাংলায় বিভিন্ন স্টেজ শোয়ের আমন্ত্রণ পান। বছরের শুরুতেই এমনই আমন্ত্রণ পেয়ে মুর্শিদাবাদে ছুটে যান অপু বিশ্বাস। সেখানে একটি স্টেজ শোতে পারফর্ম করেন অপু। সেখানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমার একটি গান গেয়ে ভক্তদের মাতিয়েছেন এই অভিনেত্রী। গানটিতে জনপ্রিয় শিল্পী আকাশ সেনের সঙ্গে গানে কণ্ঠ মিলিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘‘আমি মূলত গানের শিল্পী নই। আকাশ ও ভক্তদের অনুরোধে জনপ্রিয় গান ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সঙ্গে ছিল পরিচয়’ গানটি গেয়েছি। এই গানটি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমায়ও রিমেক করা হয়।’’

জানা গেছে, মঙ্গলবার (৩ জানুয়ারি) ৬০ বছরে পা দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেই উপলক্ষেই ভরতপুরের সালারে গতকাল প্রায় পাঁচ হাজার মানুষের খাওয়া দাওয়ার বিরাট আয়োজন ছিল। রীতিমতো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়। মাঠের ভিতরে কয়েক হাজার মানুষ সেই অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন। বিধায়ক কেক কাটার পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস।

এছাড়াও এবার পশ্চিমবঙ্গে আরো কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন অপু বিশ্বাস। দেশে ফিরেই চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হবেন এ নায়িকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ