Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টক এক্সচেঞ্জের কর শতভাগ অব্যাহতির দাবি

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চলতি অর্থবছরে স্টক এক্সচেঞ্জের জন্য শতভাগ কর অবকাশ সুবিধা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে সম্পাদিত ঋণ চুক্তির শর্ত হিসেবে দ্রুততম সময়ের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে উভয় স্টক এক্সচেঞ্জ। সে সময় আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য পাঁচ বছর মেয়াদি কর অব্যাহতি দেয়ার অনুরোধ করা হয়েছিল স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এ প্রেক্ষিতে স্টক এক্সচেঞ্জের আয়কে ক্রমহ্রাসমান কর অব্যাহতির ঘোষণা দেন অর্থমন্ত্রী। কিন্তু ক্রমহ্রাসমান হারে কর অব্যাহতির কারণে চলতি অর্থবছরে স্টক এক্সচেঞ্জের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) কমে যাবে। ফলে স্টক এক্সচেঞ্জের নিজস্ব শেয়ারের বিক্রয়মূল্য কমে যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টক এক্সচেঞ্জের কর শতভাগ অব্যাহতির দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ