Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ বছর পর পর্দায় ফিরছে বিজয়-তৃষা জুটি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৯:৪৬ পিএম

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী থালাপাতি বিজয় ও তৃষা কৃষ্ণান। জুটি বেঁধে অভিনয়ের পাশাপাশি আলাদা আলাদাভাবেও অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। এখানেই শেষ নয় ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন তৃষা-বিজয়। তাদের এ ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে ব্যাপক দূরত্ব তৈরি হয় বিজয়ের। পরবর্তীতে এ সম্পর্ক আর এগোয়নি। এর মধ্যে পেরিয়ে গেছে ১৪ বছর।

সম্প্রতি জানা গেল, দীর্ঘ বিরতির পর আবারও রোমাঞ্চকর দৃশ্যে পর্দা মাতাবেন এ দুই তারকা। ‘থালাপাতি ৬৭’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক লোকেশ কঙ্গরাজ। এতে মূল দুই চরিত্রে অভিনয় করছেন থালাপাতি বিজয়, তৃষা কৃষ্ণান। বিজয়কে ছবিতে একজন বয়স্ক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে। তবে পর্দায় রোমান্স করতেও দেখা যাবে এ তারকা জুটিকে।

ইতোমধ্যে চেন্নাইয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন বিজয়, তৃষা। সেখানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। বিজয়-তৃষা ছাড়াও ছবিটিতে মনসুর আলী খান, সঞ্জয় দত্ত, গৌতম বাসুদেব, প্রিয়া আনন্দ প্রমুখ অভিনয় করেছেন।

২০০৮ সালে ‘কুরুভি’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে অভিনয় করেন থালাপাতি বিজয় ও তৃষা কৃষ্ণান। আর ২০০৫ সালে ‘গিলি’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন উঠেছিল। এই খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে বিজয়ের দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে এ সম্পর্ক আর আগায়নি। তারপর কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। এবার বিরতি ভেঙে প্রাক্তন প্রেমিকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন বিজয়।

বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিস্ট’। মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘বারিসু’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন বামসি পেইদিপাল্লী। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। আগামী ১২ জানুয়ারি ভারতজুড়ে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

আর তৃষা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাঙ্গি’। তা ছাড়াও তার হাতে রয়েছে তামিল ভাষার ‘পোনিয়িন সেলভান টু’, ‘দ্য রোড’, ‘সাথুরাঙ্গা ভেট্টাই টু’ ও মালায়ালাম ভাষার ‘রাম: পার্ট টু’ সিনেমার কাজ। এর মধ্যে পোনিয়িন সেলভান টু’, ‘সাথুরাঙ্গা ভেট্টাই টু’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আর অন্য দুটি সিনেমার শুটিং এখনো শেষ হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ