Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে বিজেপিতে যোগ দেওয়ার কথা ভাবছেন উরফি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৯:৩৯ পিএম

শোবিজের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। উরফিকে নিয়ে বিতর্ক, সমালোচনা যাই চলুক না কেন, উরফি কিন্তু এ ব্যাপারে বিন্দাস। খোলামেলা পোশাক পরার কারণে সব সময়ই আলোচনায় থাকেন ভারতীয় মডেল ও টিভি অভিনেত্রী উরফি জাভেদ। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ার কথা ভাবছেন বহুল আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ বিজেপিতে কেন যোগ দিতে চান তিনি? এই প্রশ্নের জবাবও দিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে লিখেছেন, ‘কোনো অন্যায় না করেও পুলিশের খাতায় নাম উঠে যাচ্ছে। রাজনৈতিকদের বিরুদ্ধে কথা বলা খুবই বিপজ্জনক। কিন্তু এ মানুষগুলো দিন দিন আমার জীবনকে রীতিমতো দুর্বিষহ করে তুলছে। প্রতি মুহূর্তেই শুধু ভাবছি, নিজেকে একেবারে শেষ করে দিই। তাই একটা সিদ্ধান্ত নিয়েছি আমি। হয় আমাকে মেরে ফেলুন, না হয় আমি নিজেই নিজেকে শেষ করে দিই। আমাকে যদি মরতেই হয়, তাহলে মনের সব কথা বলেই মরব। জীবনে কারও কোনো ক্ষতি করিনি আমি। তারপরও অকারণেই মানুষ আমার পেছনে পড়ে আছেন।’

তারপরেই আরেকটি পোস্টে রসিকতা করে উরফি লিখেছিলেন, ‘আমিও বিজেপিতে যোগ দেব ভাবছি। যেন বিধায়ক চিত্রার সঙ্গে ভালো বন্ধুত্ব পাতানো যায়!’

এর আগে ‘মুম্বাইয়ের রাস্তায় নগ্নতার উসকানি দিচ্ছেন উরফি’-এই মর্মে উরফির নামে পুলিশি অভিযোগ দিয়েছেন বিজেপি নেত্রী। বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ তার টুইটারে জানান, মুম্বাইয়ের রাস্তায় নাকি নগ্নতার প্রচার করছেন উরফি। তিনি দাবি জানান, অবিলম্বে যেন গ্রেফতার করা হয় উরফিকে। তিনি আরও বলেন, ‘এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে, কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।’

এ ঘটনার দিন কয়েক বাদে টুইটারে বিজেপি নেত্রী চিত্রা ওয়াগকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন উরফি। টুইটারে তিনি লেখেন, ‘আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসাব দিন। সকলকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তারা।’

উরফি আরও লেখেন, ‘আসলে এই নেতাদের তেমন কোনও কাজ নেই বাস্তব জীবনে। আমার মনে এঁরা এবং এঁদের আইনজীবীরা একেবারেই বোকা। গোটাটাই সংবাদমাধ্যমে প্রচারের আশায় করে থাকেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ