পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : মাথাচাড়া দিয়ে উঠেছে এশিয়ার পুঁজিবাজার। গত কয়েক দিন ধরেই ভালো যাচ্ছিল না বাজার। জাপানের শেয়ারবাজারে এদিন সূচক ৭ শতাংশেরও বেশি বেড়েছে। বিবিসি। অন্যদিকে ভারতসহ দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার বাজারও ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে। এতে করে আশা জেগেছে বিনিয়োগকারীদের। গত সোমবার নিউইয়র্কে ইয়েনের তুলনায় ডলার শক্তিশালী হয়েছে। এদিন এক ডলারে বিক্রি হয়েছে ১১৩ দশমিক ৯৫ ইয়েন। গত শুক্রবার যা ছিল ১১৩ দশমিক ২৫ ইয়েন। এর ইতিবাচক প্রভাব পড়েছে জাপানের পুঁজিবাজারে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য নেতিবাচক হওয়া সত্ত্বেও সোমবার জাপানের পুঁজিবাজারে সূচক ৭ শতাংশের বেশি বেড়েছে। ২০০৮ সালের পর যা সবচেয়ে বড় উল্লম্ফন। গত সপ্তাহে ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দাম গত ১৫ মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এর ফলে দেশটির রফতানি খাত ধরা খায়। ওই সময় নিক্কেই সূচক ১১ শতাংশেরও বেশি পতনে যায়। শুধু শুক্রবার সূচক ৪ দশমিক ৮ শতাংশ কমে ১৪ হাজার ৯৫২ পয়েন্টে বাজার শেষ করে। কিন্তু সোমবার ইয়েনের বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় রফতানি খাত চাঙ্গা হয়। আর তার ইতিবাচক প্রভাব পড়ে বাজারে। এদিন নিক্কেই সূচক ৭ দশমিক ২ শতাংশ বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। সাধারণত, ইয়েন শক্তিশালী হলে বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা বেড়ে যায়। আর অনাস্থা বাড়লে রফতানি খাতে আয় কমে। যার ফলে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে, ইয়েনের বিপরীতে ডলার শক্তিশালী হলে রফতানি খাত চাঙ্গা হয়। যার ইতিবাচক প্রভাব পড়ে জাপানের পুঁজিবাজারে। খবরে বলা হয়, গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটার শেয়ারদর এদিন ৯ দশমিক ৫ শতাংশের বেশি, হোন্ডার ৮ শতাংশ এবং নিশানের ৬ দশমিক ৭ শতাংশ বাড়ে। অন্যদিকে প্রযুক্তি খাতের কোম্পানি শার্প ও সনির শেয়ারদর যথাক্রমে ৭ ও ৮ শতাংশ বেড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।