Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তিনজনের ৩০ বছরের বন্ধুত্ব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশের মডেলিং জগতের তিন শীর্ষ তারকা সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ ও তানভীন সুইটি। এই তিন মডেলের বন্ধুত্ব ৩০ বছরের। এই বন্ধুত্ব নিয়ে সম্প্রতি তানিয়া আহমেদ তার ফেসবুকে ওয়ালে তিন জনের কয়েকটি ছবি পোস্ট করে লিখেন, ‘যদিও আমরা সবাই যার যার কাজে ভীষণ ব্যস্ত, কিন্তু আমাদের হৃদয়ের গভীরে একের প্রতি অপরের টান রয়েছে, যা আমাদেরকে একসঙ্গে রেখেছে। আমাদের এই বন্ধুত্ব আজীবন বেঁচে থাকুক।’ সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘আমরা যখন মডেল হিসেবে কাজ শুরু করি তখন মূলত ফ্যাশন শো’র কারণেই আমাদের দেখা হতো, কথা হতো, গল্প-আড্ডা হতো। অবশ্যই তানিয়া এবং সুইটির সঙ্গে আমার চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এটাও সত্যি আমরা সবাই যার যার সংসার নিয়ে অনেক ব্যস্ত। এরমধ্যে তানিয়াও বেশকিছুদিন দেশের বাইরে ছিলো। তবে সুইটির সঙ্গে আমার নিয়মিত দেখা হয়, গল্প-আড্ডা হয়। তানিয়ার সঙ্গে কম দেখা হয়। তবে তিনজনের একসঙ্গে দেখা হলে আড্ডাটাও জমে উঠে। আমরা তিন বন্ধু যেন ভালো থাকতে পারি, এই দোয়া চাই সবার কাছে।’ তানভীন সুইটি বলেন, ‘যে যত দূরেই থাকিনা কেন আমাদের একের প্রতি অন্যের হৃদয়ের টান রয়েছে। আমাদের এই বন্ধুত্বের মধ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আছে একের প্রতি অন্যের আবেগ ও অনুভূতি। এই ভালোলাগা সবসময় আছে, চিরদিন থাকবে। তানিয়া এবং মৌ আমার প্রাণের বন্ধু। তাদের জন্য, তাদের পরিবারের সবার জন্য দোয়া ও ভালোবাসা। উল্লেখ্য ২০০৭ সালে তানিয়া, মৌ ও সুইটি একসঙ্গে অভিনয় করেছিলেন আরিফ খানের পরিচালনায় ‘টেক এ ব্রেক’ নাটকে। এরপর আর তাদের একসঙ্গে কোনো নাটক বা বিজ্ঞাপনে কাজ করতে দেখা যায়নি। বর্তমানে সুইটি কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাগুলো হচ্ছে জাফরুল শাহীনের ‘মাইক’ ও নূর ই আলমের ‘রাসেলে জন্য অপেক্ষা’। তানিয়া আহমেদ বিটিভির ‘প্রতীক্ষা’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছেন। সাদিয়া ইসলাম মৌ নাচ নিয়ে ব্যস্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ