Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাবিব মোস্তফার সুরে পরানের রাতের তারা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রকাশিত হয়েছে গীতিকার ও সুরকার হাবিব মোস্তফার সুরে নতুন গান ‘রাতের তারা’। এইচ বি ওয়াহিদের কথায় গানটি গেয়েছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী পরান আহসান। সঙ্গীতায়োজন করেছেন রোজেন রহমান। জেজেআর মিউজিক স্টেশনের ব্যানারে ভিডিও আকারে প্রকাশিত ‘রাতের তারা’ গানটি শ্রোতারা উপভোগ করছেন। পরান আহসান বলেন, গানটির কথা ও সুর সাবলীল। শ্রোতারা যখন একটি গান সাদরে গ্রহণ করে, শিল্পী হিসেবে একটি গান গাওয়অর সার্থকতা তখন পূর্ণতা পায়। আশা করি, সব শ্রেণির শ্রোতারা গানটি গ্রহন করবে। সুরকার হাবিব মোস্তফা বলেন, গানকে আমি ব্যক্তিগত সাধনার অংশ মনে করি। তাই সব সময় চেষ্টা করি প্রিয় কণ্ঠে গান ধারণ করে শ্রোতাদের উপহার দিতে। পরানের কণ্ঠ খুব সুরেলা ও দরাজ। গানের কথার সাথে সুর সহজীকরণ করেছি। শ্রোতাদের কাছে ‘রাতের তারা’ গান একটি প্রেমময় আবেদন তৈরী করবে বলে আমার বিশ^াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ