Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেরার্ডের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শাকিরা

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

২০২২-এ স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে প্রায় ১২ বছরের সম্পর্ককে ইতি জানিয়েছেন পপ তারকা শাকিরা। তাঁদের প্রেমের গভীরতা মাঝে মধ্যেই ফুটে উঠত সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে। দুজনের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হত। এমনকী জেরার্ডের জন্যে শাকিরা স্পেনে গিয়েও থাকতে শুরু করেন। এই দম্পতির আকস্মিক বিচ্ছেদ ভক্তরা রীতিমতো হতবাক হয়েছিলেন, তাঁদের বিচ্ছেদ নিয়ে তুমুল আলোচনাও চলেছে। কিন্তু শাকিরা ও জেরার্ডের বিচ্ছেদের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
ভক্তদের ধারণা ছিল যে, ফুটবলার জেরার্ডের জীবনে অন্য কোনও নারী প্রবেশ করায় তিনিই শাকিরাকে প্রতারণা করেছেন। তবে দম্পতির কেউই আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি। তবে এবার বোধহয় জল্পনার অবসান হতে চলেছে। সম্প্রতি শাকিরা নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে, যা তাঁদের বিচ্ছেদের আসল কারণ সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। পোস্টটি পড়ার পর ভক্তরাও শাকিরাকে উগ্রভাবে সমর্থন করছেন। আসুন জেনে নেওয়া যাক, ঠিক কি লেখা রয়েছে শাকিরার ওই পোস্টে? নববর্ষ উপলক্ষে স্প্যানিশ ভাষায় শাকিরা নোটটিতে ব্যক্ত করেছেন তাঁর কষ্টের কথা। এই পোস্ট থেকেই অনুরাগীরা বুঝতে পেরেছেন তাঁদের কষ্ট।
শাকিরা লিখেছেন, “এই নতুন বছরেও যদি আমাদের ক্ষতগুলি খোলা থাকে, তবে কেবল সময়ই একজন ভাল সার্জন হয়ে সেগুলি সারিয়ে দিতে পারে। কেউ আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও, অন্যকে বিশ্বাস করতে ভুলে যাবেন না। অবজ্ঞার সম্মুখীন হলেও আপনার মূল্য চিনতে ভুলবেন না। কারণ এই পৃথিবীতে যারা প্রতারণা করে, তাঁদের থেকেও বেশি ভালো মানুষ পৃথিবীতে রয়েছে।” শাকিরা আরও লিখেছেন, “আমাদের কান্না অর্থহীন নয়। তাঁরা সেই মাটিতেই সেঁচ দেয় যেখানে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ