Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলে গেছে রাজ-পরীমনির ‘রিলেশনশিপ স্ট্যাটাস’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১০:১৪ এএম

আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের ইস্যু যেন থেমেও থামছে না। ইতোমধ্যেই দুজন দুজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। কাগজ-কলমে সম্পর্ক ছিন্নের ব্যাপারটা এখন শুধুই আনুষ্ঠানিকতা। বিয়ের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের সংসার। দুজনকে কেউ কেউ আবার বিনোদন অঙ্গনের ‘আদর্শ স্বামী-স্ত্রীর তকমা দেওয়াও শুরু করেন। মাত্র এক বছরের দাম্পত্য জীবনে অন্তর্জালে তাদের পোস্ট করা বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মনে ভালো লাগা এনে দেয়। কিন্তু সবই এখন অতীত।

গত দুই দিনে তাদের দুজনের বক্তব্যে এটা পরিষ্কার, তারা এখন দুই ভুবনের দুই বাসিন্দা। এখন কেউই একে অপরের নামটিই শুনতে চান না। এমনকি থাকছেনও আলাদা। কয়েকদিন আগেও পরীমনির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখা ছিল ‘ম্যারিড উইথ শরিফুল রাজ’। এখন সেখানে আছে শুধু বিয়ের সময়টা- ২০২১ সালে ১৭ অক্টোবর। উঠে গেছে স্বামীর নাম। একই অবস্থা রাজের বেলায়ও। হঠাৎই তাসের ঘরের মতো ভেঙে গেল তাদের ঝলমলে সংসার! মাঝে সুখের স্মৃতি হয়ে রইল জীবন্ত একটি প্রাণ, রাজ-পরীমনির সন্তান রাজ্য।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। ‘গুণিন’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে নিজেরা মা-বাবা হওয়ার খবরটিও সবাইকে জানান। এরপর ওই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ