Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩ জানুয়ারি মুক্তি পাবে ব্ল্যাক ওয়ার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নতুন বছরের প্রথম সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা ছিল অ্যাকশনধর্মী সিনেমা ‘ব্ল্যাক ওয়ার-এর। তবে তা পিছিয়ে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জানুয়ারি। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিকুয়াল সিনেমাটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের রোজার ঈদে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর মুক্তি পেছানো হয় বলে জানায় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। গত রবিবার রাতে বানানী ক্লাবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে। পুলিশের বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়ে তৈরি চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। ট্রেইলর প্রকাশনা অনুষ্ঠানে শুভ বলেন, চলচ্চিত্রপাড়া এখন বেশ মুখর। অনেক ভালো সিনেমা নির্মিত হচ্ছে। মানুষের মধ্যে সিনেমা দেখার ঝোঁক বেড়েছে। আশা করি, ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা দেখাকে বেগবান করবেন। সিনেমাটির কাহিনীকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, একাধারে দুই পর্ব নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং ছিল। সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতায় আমরা সব ধাপ পার করতে পেরেছি। তাই স্বল্প সময়ের ব্যবধানে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। না হলে আরও পিছিয়ে যেত। সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ