Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন রূপে পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইঞা

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মাত্র কয়েক সপ্তাহ স্টার জলসার পর্দায় রাজত্ব করেই বন্ধ হয়ে গিয়েছে ‘মাধবীলতা’ সিরিয়ালটি। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রাবণী ভুঁইঞা। যাকে ‘রাখি বন্ধন’, ‘কণক কাঁকন’, ‘জীবনসাথী’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয়ের করতে দেখেছেন দর্শক। সুতরাং টলিপাড়ার জনপ্রিয় মুখ শ্রাবণীর। তবে তাঁর অন্যান্য ধারাবাহিক দীর্ঘস্থায়ী হলেও স্টার জলসার ‘মাধবীলতা’ ধারাবাহিকটি অল্প কিছুদিনেই বিদায় নেয়। প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপিতে একেবারেই বিমুখ ছিল। ধারাবাহিকের সংলাপ, কাহিনী, কোনটাই মনঃপুত হয়নি দর্শকদের। উল্টে ধারাবাহিকের কিছু কিছু দৃশ্য নিয়ে নেটপাড়ায় রীতিমতো হাসির রব উঠেছিল। তাই ধারাবাহিক খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। মাত্র কয়েকদিনেই ‘মাধবীলতা’ শেষ হয়ে যায়। যদিও সিরিয়াল শেষ হওয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে অভিনেত্রী শ্রাবণী ভুঁইঞার এখন কী খবর? টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, নায়িকা বসে নেই, ইতোমধ্যেই নতুন সিরিয়ালের প্রোমো শুট করে ফেলেছেন শ্রাবণী। একটি বিশেষ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী নিজেই জানিয়েছেন, পুরোটাই গুজব। শ্রাবণী বললেন, চারিদিকে এমনটা আমিও শুনতে পাচ্ছি। অনেকেই বলছেন নাকি প্রোমোও শুট হয়ে গিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। তবে, এটা ঠিক আমি বেশি দিন কাজ ছেড়ে দূরে থাকতে পারব না। কিন্তু এখনও নতুন কোনও কাজ শুরু করিনি। এমন কিছু হলে নিশ্চয়ই জানাব। প্রসঙ্গত, আচমকাই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবরে খানিকটা চমকে গিয়েছিলেন শ্রাবণী নিজেও। টিআরপিতে দৌড়ে পিছিয়ে থাকার কারণেও এই সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে ব্যপারটা ঠিক কী তা জানা যায়নি আজও! এবার নতুন ভাবে নিজেকে দর্শকের সামনে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন শ্রাবণী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ