বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিডেট-এর মধ্যকার পারস্পারিক দেনা-পাওনা সম্পর্কিত এক মতবিনিময় সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং ওজোপাডিকো লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামসহ উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় ওজোপাডিকো লিমিটেড কর্তৃক কেসিসি’র মালিকানাধীন ৪৭.৫০ শতক জায়গার বকেয়া ভাড়া/লিজ মানি পরিশোধ এবং কেসিসি’র নিকট বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে উভয় সংস্থার পক্ষ থেকে একমত পোষণ করা হয়। এছাড়া শীঘ্রই লিজ মানি’র বকেয়া টাকার চেক কেসিসি’র অনুকূলে হস্তান্তর এবং ব্যবহৃত জমি নিয়মানুযায়ী অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে বলে ওজোপাডিকো’র পক্ষ থেকে জানানো হয়। দীর্ঘদিনের এ জটিলতা নিরসন হওয়ায় ওজোপাডিকো’র পক্ষ থেকে সিটি মেয়রকে ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, ১৯৩৫ সালে তৎকালীন খুলনা পৌরসভার মালিকানাধীন নগরীর শেরে বাংলা রোডস্থ কেসিসি’র বর্তমান গ্যারেজ সংলগ্ন জায়গা ভাড়া গ্রহণ সাপেক্ষে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম শুরু করা হয়, বর্তমানে যেখানে ওজোপাডিকো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর কার্যালয় স্থাপন করা হয়েছে। কিন্তু চুক্তি অনুযায়ী দীর্ঘদিন জায়গার ভাড়া/লিজ মানি প্রদান না করায় জটিলতার সৃষ্টি হয়। জটিলতা নিরসনে বিগত ১১ এপ্রিল ২০২১ তারিখে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসক, সচিব কেসিসি ও ব্যবস্থাপনা পরিচালক, ওজোপাডিকো লিমিটেড-এর সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি ১৯৩৫ সাল হতে ২০২২ সাল পর্যন্ত বকেয়া ভাড়া ৬ কোটি ৮০ লক্ষ ৮ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করে।
ওজোপাডিকোর’র নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌঃ মোহাঃ শামছুল আলম, নির্বাহী পরিচালক (পিএন্ডডি) প্রকৌঃ মোঃ আখেরুল ইসলাম, ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদা, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।