প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন। গত বছর তার নির্মিত ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ দারুণ আলোচিত হয়। শুধু তাই নয়, তার নির্মিত ‘মশারি’ স্বল্পদৈঘ্যটি বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। নতুন বছরে ইউরোপের রটারড্যাম ও বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছেন এই তরুণ নির্মাতা। এত আনন্দের খববের মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন নুহাশ হুমায়ূন।
ডেটিং অ্যাপ বাম্বলে নুহাশ হুমায়ূন এক তরুণীকে ‘কফির আমন্ত্রণ’ জানানো নিয়ে রোববার (১ জানুয়ারী) সন্ধ্যা থেকে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। নুহাশের সঙ্গে তরুণীর আলাপচারিতার স্ক্রিনশট ছড়িয়েছে ফেসবুকে। দাবি করা হচ্ছে, এর মাধ্যমে নুহাশ ‘এক্সপোজড’ হয়েছেন। তরুণীকে উদ্দেশ করে নুহাশের বলা ‘কফি খাবা’ ঘুরছে নেট দুনিয়ায়। এ ধরনের আলোচনার স্ক্রিনশট প্রকাশের সমালোচনাও চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘনের অভিযোগও তুলছেন অনেকে।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে নুহাশ হুমায়ুন বলেন, কাজ নিয়ে কথা বললে খুশি হব। ব্যক্তিগত কোন বিষয় নিয়ে কথা বলতে চাই না।’ নুহাশ জানান, ফেব্রুয়ারির ১ তারিখ বার্লিন এরপর রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিবেন তিনি। এ বছর ইউরোপ দিয়েই তার যাত্রা শুরু হচ্ছে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই নির্মাতা।
এদিকে আলোচনা-সমালোচনার মধ্যেই নুহাশকে দেখা গেছে টিকটক ভিডিওতে। হাতে ছিল এই মুহূর্তের অতি আলোচিত কফির কাপও। সেই ভিডিওতে নুহাশের সঙ্গে ছিলেন তার দুই বন্ধু। একজন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং অন্যজন সংগীতশিল্পী প্রীতম হাসান।
রোববার রাত পৌনে ১২টায় প্রকাশিত এই ভিডিওতে নুহাশের হাতে ছিল ধূমায়িত কফির মগ, প্রীতমের হাতে সফট ড্রিংকসের ক্যান। তাদের সমানে সুনেরাহর মুখভঙ্গীতে প্রশ্নবোধক অভিব্যক্তি। ভিডিওতে ব্যবহার করা হয়েছে প্রীতমের গাওয়া ‘খোকা’ গানের দুটি লাইন- ‘আমার বন্ধু জানে সবই/কার সাথে খাও কফি।’
ভিডিওটি সুনেরাহর ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি প্রায় সাড়ে ৭ হাজার বার শেয়ার হয়েছে। একই পেজ থেকে একই সময়ে নুহাশের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে এবং পোস্ট করা হয়েছে ছবি। সেই ছবিতে পাওয়া গেছে নুহাশ, প্রীতম ও সুনেরাহকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।