প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির ব্যক্তিগত জীবনে সময়টা ভালো যাচ্ছে না। পরীমনির সংসার ভাঙার জোরালো ইঙ্গিতের মধ্যেই এবার শুভাকাঙ্ক্ষীদের জন্য সুখবর। আজ (৩ জানুয়ারি) মঙ্গলবার সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মন্ডল। কথা লিখেছেন গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি সম্পর্কে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘এটি একটি ফোক ঘরানার গান। আমাদের নদীমাতৃক দেশ, জালের মতো ছড়িয়ে আছে আমাদের নদীগুলো। নদী নিয়ে অনেক গানই হয়েছে এ দেশে। এই গানও আমাদের নদীমাতৃক দেশকে প্রতিনিধিত্ব করবে।’
এর আগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের আরেকটি গান মুক্তি পেয়েছে। মুহম্মদ জাফর ইকবালের কথায়, ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়িতা দত্ত। আর গানের সঙ্গে নেচে-গেয়ে মাত করেছে একঝাঁক শিশু ও সিয়াম-পরীমণি জুটি।
শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলোচিত নায়িকা পরীমনি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, কচি খন্দকার, আশিস খন্দকার এবং ২০ জনের বেশি শিশুশিল্পী। চলচ্চিত্রটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।