Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র না দেখে সমালোচনা করলেই সাইবার ক্রাইমে মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ৯:৩৫ এএম

নতুন চলচ্চিত্র মুক্তি পেয়ে বাজারে আসার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেলার দেখে যারা নেতিবাচক মন্তব্য বা সমালোচনা করেন, তাদের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগে মামলার করা হবে বলে মন্তব্য করলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নব নির্বাচিত মহাসচিব শাহীন সুমন। সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে শাহীন সুমন বলেন, ‘ফেসবুকে ও বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকেই সিনেমার নিয়ে না বুঝে অনেক কথা বলে। যারা সিনেমার আগামাথা, সিনেমা না দেখে বিভিন্ন সমালোচনা লিখে থাকেন। আর সে কারণে দর্শকও প্রতারিত হয়। আর যারা সিনেমা নির্মাণের পেছনে লগ্নি করে তারা বিরাট একটা ক্ষতি হয়ে যায়। এসব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে, উল্টাপাল্টা সংবাদ দিয়ে আমাদের সিনেমা পিছিয়ে দিচ্ছে।’

তিনি আরও বরেন, ‘যদি সিনেমার সমালোচনা করে উল্টাপাল্টা, বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করা হয়, তাহলে আমরা তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করব। এ নিয়ে আলোচনাও হচ্ছে। আশা করি, এটি হলে সিনেমার সুদিন আবার ফিরে আসবে।’

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পার্ট। কপ ক্রিয়েশন প্রযোজনায় দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজানসহ অনেকে।

এদিকে মামলার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনা শুরু হয়। এদিকে মামলার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনা শুরু হয়। এরপর সানী সানোয়ার ফেসবুকে একজনের পোস্টে মন্তব্যের ঘরে লেখেন, ‘উদেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্নকারীদের কথা বলা হয়েছে যা আইনগতভাবেই অপরাধ। অপরদিকে সমালোচনা উন্নতীর সিঁড়ি। সেটা অবরুদ্ধ করা আত্মঘাতী। সমালোচকরাই প্রকৃত বন্ধু। ভুলবুঝার কোনো অবকাশ নেই।’

উল্লেখ্য, ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ