Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জবির ৮৮ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকের তালিকায়

জবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৮৮ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের একটি তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন।
তথ্য সূত্রে জানা যায়, ২০২২ সালে দুই হাজার ৭৭২ জনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক স্থান পেয়েছিল। যা সংখ্যা অনুযায়ী এবছর প্রায় দ্বিগুণ বেড়েছে।
উল্লেখ্য, অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী-গবেষক-অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র‌্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।



 

Show all comments
  • Harunur Rashid ৩ জানুয়ারি, ২০২৩, ১০:৫৮ এএম says : 0
    What was the invention these people invented to benefit people?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ