Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে ২ শুটারগানসহ যুবক গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে দুটি শুটারগান ও হেরোইনসহ সাব্বির হোসেন শান্ত (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাব্বির হোসেন শান্ত উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। রবিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলদাইর গ্রামস্থ সাব্বির হোসেন শান্তর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় রান্না ঘর থেকে একটি দেশিয় ওয়ান শুটারগান, একটি কিলিং চেইন, দুইটি ১২ বোর শিসা কার্তুজ, একটি মোবাইল সেট এবং ১৫ গ্রাম হেরোইন গ্রেফতার করা হয়। শান্তকে আটক করার পর তার তথ্যের ভিত্তিতে সহযোগী একই গ্রামের মৃত আজিম খানের ছেলে আহসান হাবিব রনির (৩০) বাড়িতেও অভিযান চালায় র‌্যাব। এসময় সেখান থেকে একটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আহসান হাবিব রনি পলাতক রয়েছে। সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, গ্রেফতারকৃত শান্ত ও পলাতক রনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে র‌্যাব। শান্তকে থানায় হস্তান্তরের পর গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ