Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অরিজিৎ সিংকে নিয়ে কুৎসা রাজনীতি বিজেপির

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতায় জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং-এর লাইভ কনসার্ট। কয়েক মাস আগে এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সেই মতো প্রায় অর্ধেকের বেশি টিকিটও বিক্রি হয়ে গিয়েছে। তিন হাজার থেকে লাখ ছুঁয়েছে অরিজিৎয়ের শোয়ের টিকিটের দাম। কিন্তু তার মধ্যেই বিপাকে শো, ইকো পার্কে গায়কের কনসার্ট হওয়ার কথা থাকলেও হিডকো তা বাতিল করেছে। যা নিয়ে আয়োজকরা রীতিমতো বিপাকে পড়েছেন। এদিকে হিডকোও অগ্রিম বুকিংয়ের টাকা ফেরত দিয়েছে আয়োজকদের। আদৌ শো হবে কিনা তা নিয়েই এখন টালমাটাল শহরবাসী। তার মধ্যেই নতুন করে বিতর্ক ডানা মেলেছে। গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের ছেলে অরিজিৎ। মুখ্যমন্ত্রীর আবদারে সেদিন খালি কণ্ঠে অরিজিৎ গান ধরেন। ‘রং দে তু মোহে গেরুয়া’, দিদির দিকে তাকিয়ে এই গানটি করে বক্তৃতা শেষ করেন গায়ক। ব্যস, তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় একাধিক মিমের। যেখানে দাবি করা হয়, অরিজিৎও মুখ্যমন্ত্রীকে বেকায়দায় বলে গেলেন বাংলায় খুব শীঘ্রই আসছে দেশের গেরুয়া বাহিনী। এবার এই প্রসঙ্গ টেনেই রাজনৈতিক মহল উত্তাল। পদ্মশিবিরের দাবি, অরিজিৎয়ের গেরুয়া গানের জন্যেই তাঁর শো বাতিল করা হয়েছে ইকোপার্কে। কিন্তু শাসকদল এই বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন। ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ- সহ নেতাদের দাবি, একটি ছোট্ট গানের লাইন নিয়ে শাসকদলের নামে এরকম রটনা একেবারেই মিথ্যা। গানের কথা যে কোনও কিছু দিয়ে হতেই পারে। এছাড়াও অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছেন ১৫ ডিসেম্বর কিন্তু তাঁর অনুষ্ঠান বাতিলের পর হিডকোর তরফ থেকে আগাম জমা আট লাখ টাকা ফেরত দেওয়া হয় ৮ ডিসেম্বর। সুতরাং গেরুয়া যুক্তি কী করে আসে? এমনকি সালমানের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে। তবে কলকাতাতেই অরিজিতের অনুষ্ঠান হবে। আসলে তিন বছর পর অরিজিতের শো দেখতে কাতারে কাতারে ভিড় জমবে তাই ইকো পার্কে এত শ্রোতার জায়গা হবে না বলেই হিডকো শো বাতিল করেছে। তবে ইতিমধ্যেই আয়োজকরা এই শোয়ের জন্যে অন্য জায়গা খুঁজছেন। অরিজিৎও একটু খোলামেলা জায়গা চাইছে। তবে শেষমেশ পাওয়া খবর অনুযায়ী, কলকাতার অন্যতম বৃহত্তর জায়গা অ্যাকোয়াটিকাতে অরিজিতের শো হতে পারে। ইতিমধ্যে বৃহস্পতিবার গায়কের টিম পরিদর্শন করে গিয়েছেন অ্যাকোয়াটিকার। তবে সালমানের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। তবে এনিয়ে এখনও আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি। সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ