Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহ শিঙ্গাইরকুড়ী ছিলেন নকশাবন্দী মুজাদ্দেদিয়া ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র - আল্লামা সারিমুল হক লস্কর

সিলেটে শিঙ্গাইরকুড়ী ছাহেব (রহ)’র ৪২তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৫:০৫ পিএম

শাহ শিঙ্গাইরকুড়ী (রহ) ছিলেন নকশা মুজাদ্দেদিয়া ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র এক নিভৃতচারী ওলী। তাঁর জীবন আদর্শ কর্ম সম্পর্কে জানা নতুন প্রজন্মের জন্য প্রয়োজন এতে সবাই উপকৃত হবে। তিনি ছিলেন উচ্চ মাপের আশেকে রাসুল। পরিপূর্ণভাবে আল্লাহ পাক ও তাঁর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে চলা এক মহান বুযুর্গ। সুলতানুল আরেফিন, কুতবুল আউলিয়া আল্লামা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ী ছাহেব (রহ) এর ঈসালে সাওয়াব মাহফিলে বক্তারা বক্তব্যে বলেন উপরোক্ত কথাগুলো।

১লা জানুয়ারি রবিবার সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের বরকতপুরস্থ শিঙ্গাইরকুড়ী ছাহেব বাড়ি সংলগ্ন মান্নানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে কোরআনে খতম, দালাইলুল খায়রাত খতম সহ বিভিন্ন খতম ও শাহ শিঙ্গাইরকুড়ী (রহ) এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া মাহফিল বাদ ফজর মিলাদ কিয়াম দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়।
শিঙ্গাইরকুড়ী পীর ছাহেব মাওলানা লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে তরবিয়ত প্রদান করেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদা শিঙ্গাইরকুড়ী (রহ)। নছীহত পেশ করেন উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা, হাইল্লাকান্দি টাইটেল মাদ্রাসা আসাম ভারতের সাবেক প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা সারিমুল হক লস্কর।
শায়েখ হামদী কানজু আল মাখজুমী সাহেব সিরিয়া, মাওলানা খলিলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, মাওলানা ওলীউর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ছাহেবজাদায়ে রাঘবপুরী মাওলানা জুনেদ আহমদ মারুফ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আবুল কাশেম সিদ্দিকী প্রমুখ।
নওয়াগ্রাম ফাতাহশাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাসুম আহমদ খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অসংখ্য আশেকানে আউলিয়ার পদভারে মুখরিত হয়েছিল শিঙ্গাইরকুড়ী ছাহেব বাড়ি প্রাঙ্গণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ