Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানুয়ারীতে সিলেটে ৩টি শৈত্য প্রবাহের সম্ভাবনা !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৪:০৭ পিএম

চলতি মাসে দেশের কয়েকটি অঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বইতে পারে। তবে এ মাসে শৈত্য প্রবাহ তীব্র আকার ধারণ বা তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার শংকা নেই।

আবহাওয়া অধিদপ্তরের এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে- জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে সম্ভাবনা আছে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের। এ মাসে দেশে বয়ে যেতে পারেদুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ। এর মধ্যে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে থাকতে পারে কিছুটা বেশি। জানুয়ারি মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট) মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্তও থাকতে পারে অব্যাহত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ