Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকার সিইএস ফেয়ারে ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও জমকালো টেক ইভেন্ট ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস)- ইলেকট্রনি২০২৩’। আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সর্ববৃহৎ এই প্রযুক্তি মেলায় যোগ দিচ্ছে বাংলাদেশের শীর্ষ ক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। সিইএস ফেয়ারে বিশ্বের বড় বড় টেক জায়ান্টগুলো তাদের প্রযুক্তির উৎকর্ষতা উপস্থাপন করে থাকে। অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডের অগ্রযাত্রায় ওয়ালটন এই মেলায় যুগান্তকারী উদ্ভাবনী প্রযুক্তি বিশ্ব দরবারে তুলে ধরবে। উপস্থাপন করবে আগামি প্রজন্মের সর্বাধুনিক ফিচারের নানান প্রযুক্তিপণ্য। বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্প খাতের জন্য এটি বিশাল মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরফলে বিশ্ববাজারে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার নতুন এক দিগন্তের সূচনা ঘটবে। প্রযুক্তি খাতের মেগা শো সিইএস হচ্ছে বিশ্বসেরা উদ্ভাবকদের মিলনমেলা। ৫০ বছরেরও বেশি সময় ধরে এই মেলায় নতুন উদ্ভাবনী পণ্য ও ধারণা প্রদর্শনের পাশাপাশি প্রযুক্তি খাতের খ্যাতনামা ব্র্যান্ডগুলো নতুন ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পায়। ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
এবারের মেলায় প্রযুক্তি খাতের খ্যাতনামা গ্লোবাল ব্র্যান্ডসহ সাড়ে ৪ সহস্রাধিক কোম্পানির অংশগ্রহণের পাশাপাশি প্রায় ২০ হাজার নতুন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য প্রদর্শিত হবে। এতে ১৬০টিরও বেশি দেশের দেড় লাখ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী, প্রযুক্তিবিদ, কনজ্যুমার টেকনোলজি সরবাহকারী ও ডেভেলপার অংশগ্রহণ করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল রেভিউল্যুশনে ওয়ালটনের অনেক বড় ভূমিকা রয়েছে। আমাদের ইলেকট্রনিক্স খাতে ওয়ালটন যে অবদান রাখছে, তা বাংলাদেশের জন্য সত্যিই গর্বের। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আবদুর রহিম খান বলেন, লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজ্যুমার ইলেকট্রনিক্স শো বা সিইএস-২০২৩ আমেরিকার বাজারে ইলেকট্রনিক্স পণ্য রফতানির জন্য একটি ‘নকিং ডোর’ হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ