Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমণির সংসার কি শেষ পর্যন্ত টিকবে?

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নানা বিতর্কিত ঘটনায় জড়িয়ে এবং মামলা মোকদ্দমার মধ্যেই পরীমণি চিত্রনায়ক রাজকে বিয়ে করেছেন এবং সন্তানের মা হয়েছেন। সংসারে মনোযোগও দিয়েছেন। তবে বিয়ের প্রায় সোয়া বছরের মাথায় তাদের সংসারে ভাঙনের সুর দেখা দিয়েছে। পরীমনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন কথা জানিয়েছেন। এমনকি তার সন্তানকে নিয়ে বাসা থেকে বেরও হয়ে গেছেন। সর্বশেষ স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম।’ তিনি এ কথাও জানিয়েছেন, তাদের আর একসঙ্গে থাকা সম্ভব নয়। এর আগে ৩০ ডিসেম্বর পরীমনি জানান, এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি স¤পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না। অন্যদিকে, রাজের বাবা মুসলিম মিয়া গণমাধ্যমকে বলেছেন, শুটিং শেষ করে বাসায় ফিরতে রাজের কিছুটা দেরি হয়। এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। পরী অভিমান করে থাকলেও তাদের বিচ্ছেদ হওয়ার সম্ভবনা নেই। আমরা সবাই একসঙ্গে আছি। আশা করি, তাদের দুজনের স¤পর্ক সুন্দর থাকবে। আবার পরীমণির ঘনিষ্ঠজনরা বলছেন, বিয়ের পর পরীমণির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই তার মধ্যে এই পরিবর্তন। তবে রাজ অনিয়মতান্ত্রিক হওয়ায় তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি অনেকদিন ধরেই সামাল দেয়ার চেষ্টা করছিলেন পরী। পারছিলেন না বলেই এই জটিলতা। তারা আশা করছেন, পরী হয়তো রাগ করে এ ধরনের কথাবার্তা বলছেন। রাগ কমে গেলে আবার ঠিক হয়ে যাবে। তারা আশাবাদী হলেও, অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায়, মিডিয়ার তারকাদের সংসারে একবার ভাঙনের সুর বেজে উঠলে তা শেষ পর্যন্ত আর টিকে না। এখন দেখার বিষয়, পরীমণি তার অভিমান বা রাগ ভেঙে সংসার করেন কিনা। উল্লেখ্য, পরীমণি ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। গত বছরের ১০ আগস্ট তিনি পুত্রসন্তানের জন্ম দেন পরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ