প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ বৃহস্পতিবার, মানেই টিআরপি ম্যাজিক। ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ। চলতি সপ্তাহে এবং বছরের শেষ সপ্তাহে বাজিমাত করল কোন চ্যানেল, স্টার জলসা নাকি জি বাংলা। এমনিতেই বছরের শেষ দুই মাসে টিআরপি প্রতিযোগিতা লড়তে ধারাবাহিকের দুই চ্যানেলই একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে মাঠে নেমেছে। এমনকি লড়াইয়ের ময়দানে নেমেছে কেউ নিজের জায়গা ছাড়তে নারাজ। যে ধারাবাহিক টিআরপির হাল ধরতে না পেরেছে তাকেই মাঠ থেকে বিদায় জানাতে হয়েছে। এমনকী স্টার জলসায় গত কয়েক মাসেই একাধিক নতুন ধারাবাহিক চার-পাঁচ মাস রাজত্ব করে বিদায় জানিয়েছে। সেই জায়গা নতুন ধারাবাহিক দখল করেছে। তবে পুরনো তিন ধারাবাহিক জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া আর গৌরী এলো এখনও ধরে রেখেছেন টপ ৩ পজিশন। নতুন ধারাবাহিকদের ভিড়ে তারা তাদের খেল চালিয়েই যাচ্ছে। তবে এবার জগদ্ধাত্রী, গাঁটছড়ার পারফরম্যান্স ভাল। সঙ্গে বাংলা মিডিয়ামও দিচ্ছে কড়া টক্কর। এদিকে পঞ্চমীর কাছেও গো-হারা রাঙা বউ। অন্যদিকে হাল খারাপ তোমার খোলা হাওয়া। কিছুতেই পেরে উঠছে না অনুরাগের ছোঁয়ার সঙ্গে। স্লট পাওয়ার হিসেবে জি বাংলার বিকেল ৬টা থেকে রাত ৮টার স্লট ধরে রেখেছে মিঠাই, খেলনা বাড়ি, জগদ্ধাত্রী, গৌরী এলো, নিম ফুলের মধু। এদিকে ২০২৩-এর প্রথমেই টিআরপিতে ঝড় তুলতে আসছে একদল নতুন ধারাবাহিক। স্টার জলসায় শুরু হবে ‘বালিঝড়’, অন্যদিকে জি বাংলায় শুরু হবে ‘মন দিতে চাই’।
এক নজরে দেখুন সেরা দশের তালিকাঃ
০১. জগদ্ধাত্রী (৮.৯) (জি বাংলা), ০২. অনুরাগের ছোঁয়া (৮.৪) (স্টার জলসা). ০৩. গৌরী এলো (৮.১) (জি বাংলা). ০৪. খেলনা বাড়ি (৮.০) (জি বাংলা). ০৫. নিম ফুলের মধু (৭.৭) (জি বাংলা), ০৬. বাংলা মিডিয়াম (৭.৫) (স্টার জলসা), ০৭. পঞ্চমী (৭.৪) (স্টার জলসা), ০৮. আলতা ফড়িং/গাঁটছড়া (৭.২) (স্টার জলসা), ০৯. রঙা বউ/মিঠাই (৬.৯) (জি বাংলা), ১০. সাহেবের চিঠি (৬.৪) (স্টার জলসা)
এক নজরে নন-ফিকশন শোগুলোর টিআরপিঃ
০১. দিদি নম্বর সানডে ধামাকা (৫.০), ০২. সারেগামাপা (৪.৬), ০৩. ডান্স ডান্স জুনিয়র ৩ (৩.৬), ০৪. রান্নাঘর (১.০)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।