Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরলোকে গ্র্যামি জয়ী ক্লাসিক্যাল গায়ক থম বেল

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ফের বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। মারা গেছেন ফিলাডেলফিয়া সোল সঙ্গীতের পথিকৃত থম বেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গ্র্যামি পুরস্কার বিজয়ী কিংবদন্তী গায়ক-গীতিকার থম বেল ১৯৭০ দশকে ফিলাডেলফিয়া সাউন্ড, ডেলফোনিক্স, স্টাইলিস্টিক এবং স্পিনার্সের কারণে সর্বাধিক পরিচিতি পেয়েছেন। হলিউড সংবাদমাধ্যম অনুযায়ী, শুক্রবার তাঁর ওয়াশিংটনের বেলিংহামের বাড়িতে মারা গিয়েছেন তিনি। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। জনপ্রিয় সঙ্গীত প্রযোজক নাইল রজার্স বেলকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন। হিপ-হপ তারকা ডিজে প্রিমিয়ারও তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, আমার ক্লাসিক মিউজিক শেখার অন্যতম অনুপ্রেরণা বেল। শৈশব থেকেই থম বেলের গাওয়া এবং গান লেখার প্রতি বিশেষে আগ্রহ ছিল। বিবিসি রিপোর্ট অনুযায়ী, বেল ১৯৪৩ সালে জ্যামাইকাতে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর নয় ভাই ও বোনের সঙ্গে পশ্চিম ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠেন। তাঁর বাবা-মা উভয়ই সঙ্গীতশিল্পী ছিলেন। শৈশবে তিনি ক্লাসিক্যাল পিয়ানো অধ্যয়ন করেছিলেন। তাঁর গানের কেরিয়ার শুরু হয় কিশোর বয়স থেকেই। তখনই তিনি কেনি গ্যাম্বল, লিওন হাফ এবং ড্যারিল হলের সঙ্গে গান গেয়েছিলেন। গীতিকার লিন্ডা ক্রিডের সঙ্গে তাঁর একটি দুর্দান্ত বন্ধন ছিল। এছাড়াও বিভিন্ন সাউন্ডট্র্যাকের সঙ্গে বেশ কয়েক বছর ধরে কাজ করেছেন থম বেল। তিনি একবার বলেছিলেন, ‘গান আমার সঙ্গী।’ ব্যক্তিগত জীবনে বেল তাঁর স্ত্রী ভ্যানেসা এবং তাঁর সšন্তন, রয়্যাল, ট্রয়, টিয়া, মার্ক, সাইবেল এবং ক্রিস্টোফারকে রেখে গিয়েছেন। বিবিসি’র রিপোর্ট অনুযায়ী, তিনি গ্র্যামি পুরস্কার জিতেছিলেন। একটি বিবৃতিতে জনপ্রিয় গীতিকার লিওন হাফ বলেছেন, থম বলেছিলেন আমার প্রিয় সঙ্গীতশিল্পী, সংগঠক, গীতিকার এবং সর্বকালের সঙ্গীত প্রযোজক! তাঁর সঙ্গে সৃজনশীল এবং ব্যবসায়িক অংশীদার হিসাবে কাজ করা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ