Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়েদের স্বীকৃতি প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দিয়েছেন : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৮:৩২ পিএম | আপডেট : ৮:৩২ পিএম, ১ জানুয়ারি, ২০২৩

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মায়েদের স্বীকৃতি প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দিয়েছেন। সন্তান মায়ের পরিচয়েই বড় হতে পারে। বিধবা ভাতা ও বয়স্ক মহিলা ভাতার ব্যবস্থা শেখ হাসিনাই করেছেন।

তিনি বলেন, ‘মায়েদের যে অবদান তা স্বীকৃতি দিতে হবে। মায়েরা অবহেলিত হলে সমাজ ও রাষ্ট্র অবহেলিত হয়। জন্মের পর থেকেই নারীরা সব কিছু সহ্য করে থাকেন।’
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সদস্যদের গর্ভধারিণী মা’কে সম্মাননা প্রদানের লক্ষ্যে আইইবি’র উদ্যোগে “দি ইঞ্জিনিয়ার্স-রত্নগর্ভা মা” সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে একথা বলেন।
আইইবি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর বক্তব্য রাখেন।
আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন (শীবলু)।
অনুষ্ঠানে প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, মায়ের তুলনা শুধু মা। মায়েদের অর্জন অতুলনীয়। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি সব মায়েদের জন্য অনুকরণীয়। তিনি এমন একজন সফল মা, যিনি দেশ পরিচালনার পাশাপাশি পরিবারের সন্তানদের সময় দেন।
তিনি বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী ও স্পিকার মা। যাঁরা নিজ নিজ কর্মে, পরিবারে সফল ও সমৃদ্ধ। মায়েদের যতœ নিলে জাতি ও দেশ এগিয়ে যায়, উন্নয়ন স্থায়ী হয়।
আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইইবি’র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনজুরুল হক মঞ্জু, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী, প্রতীক কুমার ঘোষ, রনক আহসান, আইইবির মহিলা কমিটির আহবায়ক ওয়াহিদা হুদা এবং সদস্য সচিব মাকসুদা আহমেদ চাঁদনি।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৮০ জন রত্নগর্ভা মাকে সংবর্ধনা দেয়া হয়, যাদের সন্তানেরা দেশের প্রকৌশল সেবার উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখছেন।



 

Show all comments
  • Md. Masudur Rahman ২৬ জানুয়ারি, ২০২৩, ৯:০৭ এএম says : 0
    দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন হাদিসের শিক্ষা চালু করলে বাংলাদেশের সকল পরিবারের সকল "মা" তার প্রাপ্য অধিকার যথাযথভাবে পাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ