Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নর্ববর্ষের রাতে আর্জেন্টিনা- ব্রাজিল দ্বন্দ্বের জেরে যুবককে খুন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ২:৪৭ পিএম

কুমিল্লায় আর্জেন্টিনা- ব্রাজিল দ্বন্দ্বকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফয়সাল ইসলাম হৃদয় (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর চর্থা বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল ইসলাম হৃদয় ওই এলাকার চা দোকানি বাচ্চু মিয়ার ছেলে।

নিহত হৃদয়ের বড় বোন শিউলি আক্তার জানান, হৃদয় থাই গ্লাসের কাজ করত। গেলো বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সঙ্গে হৃদয় আনন্দ মিছিল করে। এ সময় স্থানীয় কয়েক যুবকের সঙ্গে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়। শনিবার রাত দেড়টায় হৃদয়সহ তারা বন্ধুরা নিউ ইয়ার উদযাপনে বাড়ির পাশে পিকনিক করছিল। তখন হৃদয়কে খবর দিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে হাত পায়ের রগ কেটে দেয়। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে কোপানো হয়।

স্থানীয়রা আহত হৃদয়কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ওসি আহমেদ সানজুর মোর্শেদ জানান, নিহতের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ