রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে গভীর নলকূপের মিটার চুরির হিড়িক পড়েছে। একই রাতে ৫টি মিটার চুরি হওয়ায় চলতি মৌসুমে সেচ নিয়ে কৃষকেরা চিন্তিত। এ বিষয়ে ভুক্তভোগী কৃষকেরা থানায় এজাহার দায়ের করেছেন। জানা গেছে, আটাপুর ইউনিয়নের খোর্দ্দ মহশুল, আংড়া, আটাপুর, হাজরাপুর ও রামপুরা মাঠ থেকে গত রোববার রাতে ৫টি মিটার চুরি করে নিয়ে যায় চোরোরা। চোরেরা চিরকুটে ০১৭০৮-৫৭৩৩৯৮ মোবাইল নম্বরটি দিয়ে যায়। মোবাইলে যোগাযোগ করলে তারা কৃষকের কাছ থেকে মিটার প্রতি দশ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগী কৃষকেরা থানায় এজাহার দায়ের করে। এরপর থেকে মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম শফিউল আলম বলেন, একজন কৃষক নতুন মিটার স্থাপন করেছে। চাঁদা না দিলে চোরেরা আবার মিটার খুলে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।