রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিগনগর গ্রামে মোহাম্মদ মাসুক (১৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানা পুলিশ উপজলোর করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের লিচুতলা এলাকার একটি পোল্ট্রি ফার্মে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত যুবক র্পূব অলিনগর গ্রামের সাহাব উদ্দনি প্রকাশ সাব মিয়ার পুত্র। নিহত যুবকের পিতা সাহাব উদ্দিন জানান, বুধবার সকালে মাসুক বাড়ি থেেক লিচু তলায় জামশেদের পোল্ট্রি ফার্মে কাজ করতে আসে। বিকেলে পোল্ট্রি ফার্মের মালিক জামশেদ তার বাড়িতে ফোন করে জানায় মাসুক আত্মহত্যা করেছে। পরে তিনি ঘরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়। পোল্ট্রি ফার্মের মালিক জামশদে তার ছেলেকে পরকিল্পতিভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন সাহাব উদ্দিন মিয়া। বর্তমানে জামশেদ ও পলাতক রয়েছে বলে তিনি জানান। কররেহাট ইউনিয়নের অলিনগর ওয়ার্ডের ইউপি সদস্য শফি মেম্বার বলেন, মাটি থেকে মাত্র ২ ফুট উপরে ছেলের পা ঝুলছিলো। দেখে আত্মহত্যা বলে মনে হচ্ছে না। জোরারগঞ্জ থানার উপ-পরর্দিশক (এসআই) বিপুল বেদনাথ জানান, খবর পেেয় ঘটনাস্থলে গেিয় ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্তরে জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছি। তদন্ত রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে বিয়য়টি ও আরো খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।