Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্পেটিং ওঠা গর্তের সৃষ্ট সড়কে ঝুঁকি নিয়ে চলছে যান

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া লোন্দা-নোমরহাট সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সংস্কার না করায় বর্তমানে সড়কটি যানবাহন চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ আট কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ এ সড়কটি ব্যবসায়ীরা যাতায়াতে দুর্ভোগের যেন শেষ নেই। ঝুঁকি নিয়ে যাবাহন, শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করছে। এ সড়কে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। তবে দ্রুত সড়কটি সংস্কার করা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া, দাসেরহাট, মাছুয়াখালী, পূর্ব লোন্দা, পশ্চিম লোন্দা, ফুলতলা, মরিচবুনিয়া গ্রামের রবিশস্য পরিবহন করতে হয় একমাত্র সড়ক দিয়েই। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা রবিশস্য কিনতে এখানে আসতে শুরু করেছেন। কিন্তু দীর্ঘদিনে সড়কটি সংস্কারের উদ্যোগ না নেয়ায় ঝুঁকি নিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল করেছে। ফলে চাষীদের উৎপাদিত মৌসুমি ফসল রপ্তানি নিয়ে শংকা দেখা দিয়েছে। লোন্দার কৃষক ইউনুচ হাওলাদার বলেন, রাস্তা খারাপ থাকায় কোনো ট্রাক আসতে চায় না। যদিও আসে তবে ভাড়া গুনতে হয় দ্্্্্্ুই তিনগুণ বেশি। পরিবহন খরচ বেশি তাই অনেক সময় লোকসান হচ্ছে। ধানখালীর রবিশস্য চাষি আবদুর রহমান বলেন, অনেক সময় রাস্তায় গাড়ি আটকে পড়ে। তখন কাঁচামাল নষ্ট হয়ে যায়। ওই সড়কের মোটরসাইকেল চালক মন্টু মিয়া জানান, রাস্তা দিয়ে যান চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলা সম্ভব না। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আ. মান্নান জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারী যাবাহন চলাচলের কারণে সড়কটি বেহাল দশা। তবে ভারী যানবাহন চলাচল উপযোগী করে মেরামতের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ