Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব চন্ডিপুরবাসীর দীর্ঘদিনের দুঃখ বাঁশের সাঁকো

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব চ-িপুর এলাকার জনগণের দীর্ঘদিনের দুঃখ বাঁশের সাঁকো। জানা গেছে, স্বাধীনতার ৪৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পূর্ব চ-িপুরে। চ-িপুর ইউনিয়নের পূর্ব অংশের যোগাযোগ শিক্ষা অন্যান্য অঞ্চলের চেয়ে অবহেলিত। তিস্তা নদীর ডান তীরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পূর্ব অংশের জনগণের দাবি সবার আগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন। যেখানে তারা এখনো বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন। উন্নয়নের ধারা পাবে কখন তা এলাকাবাসী কল্পনাও করতে পারছেন না। সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছেন। ওই গ্রামের রুস্তম আলী জানান, জন্মের পর যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই দেখছি যোগাযোগের কোনো উন্নয়ন হচ্ছে না। রহিম মিয়া জানান, কোনো এলাকার উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে যোগাযোগ উন্নয়ন। সেখানে এখনো আমরা তিমিরেই রয়েছি। তিনি আরো জানান, এ কারণেই পূর্ব চ-িপুর এলাকার শিক্ষাব্যবস্থা পিছিয়ে রয়েছে। এলাকাবাসীর দাবি, বাঁশের সাঁকোর জায়গায় ব্রিজ নির্মাণ জরুরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ