রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় পাষ- মাদকাসক্ত স্বামী তার স্ত্রী-সন্তানকে গলা টিপে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মাদকাসক্ত স্বামীর এ ধরনের কর্মকা-ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্ত্রী ও সন্তান। গৃহবধূ বিথী আক্তার জানান, তিনি মুড়াপাড়া এলাকার রাশিদুল ইসলাম বাচ্চু মিয়ার মেয়ে। গত ১১ বছর আগে পার্শ্ববর্তী মাহমুদাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে শামিমের সঙ্গে বিথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে রিফাত (৯) নামে এক ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার পর থেকেই শামিম মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক কেনার টাকা দিতে না পারলে প্রায় সময়ই বিথীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। ইদানীং দেবর ও ভাসুরকেও মারধর করে আসছে। বৃহস্পতিবার দুপুরে মাদক কেনার টাকা দিতে রাজি না হওয়ায় শামিম তার সন্তান রিফাত ও স্ত্রী বিথী আক্তারকে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শামিম পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত শামিমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোটরসাইকেল চুরি
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শামছুদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেলটি দিনে-দুপুরে চুরি করে নিয়ে গেছে চোরের দল। গত বুধবার বেলা ১১টার দিকে পৌর কার্যালয়ের বাউন্ডারির ভেতরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শামছুদ্দিন বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। শামছুদ্দিন জানান, তিনি গত ৫ বছর ধরে তারাব পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। পৌরসভার কাজে যাতায়াতের জন্য একটি মোটরসাইকেল দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে পৌর কার্যালয়ের বাউন্ডারির ভেতরে মোটরসাইকেলটি রেখে অফিস করেন। বিকেল ৫টার দিকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।