রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বড় শিংগা গ্রামে বুধবার গভীর রাতে মাদকাসক্ত স্বামীকে তালাক দেয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রী রাবেয়া বেগমকে (৩২) ছুরিকাঘাতে খুন করেছে পাষ- স্বামী সাগর সরদার ওরফে মিন্টু। এলাকাবাসী ওই রাতেই ঘাতক স্বামী সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত গার্মেন্টস কর্মী রাবেয়া বড় শিংগা গ্রামের আব্দুল হালিম মৃধার মেয়ে। এ ঘটনায় নিহতের পিতা হালিম মৃধা বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সাগরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দুপুরে ঘাতক সাগরকে আদালতে সোপর্দ করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজ্ঞ আদালতে খুনের কথা অকপটে স্বীকার করে সাগর। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, এক সন্তানের জননী রাবেয়াকে গত সাত বছর আগে মুন্সিগঞ্জ জেলার ইসলামপুর গ্রামের নাদের সরদারের ছেলে অটোচালক সাগরকে বিয়ে করে। বিয়ের পর থেকেই সাগর নেশার টাকার জন্য রাবেয়ার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। একপর্যায়ে গত ৬ মাস আগে স্ত্রী রাবেয়া অতিষ্ঠ হয়ে ঢাকার বাসা থেকে পালিয়ে বাবার বাড়িতে এসে স্বামীকে তালাক দেয়। তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরে পেতে গত ৫ মাস আগে সাগর মঠবাড়িয়া রাবেয়ার বাবার বাড়িতে গিয়ে ব্লেড দিয়ে কেটে নিজের শরীর ক্ষতবিক্ষত করে। গতকাল রাতে রাবেয়া প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে ওঁৎ পেতে থাকা ক্ষুব্ধ স্বামী ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সাগরকে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
চার ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন হোটেলে বাসি-পচা খাবার ও পলিথিন বিক্রি করার অপরাধে মঠবাড়িয়ার পৌর শহরের চারটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গত বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর শহরের আফজাল হোটেলকে পাঁচ হাজার টাকা, ইউনুচ মিয়ার হোটেলে দুই হাজার এবং অবৈধ পলিথিন বিক্রি করায় আলম স্টোর দুই হাজার ও তন্নী স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন জানান, ভোক্তা অধিকার ও সংক্ষরণ আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।