Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজ্ঞাপনে মডেল হতে যাচ্ছেন রুনা লায়লা ও আলমগীর দম্পতি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

তারকা দম্পতি রুনা লায়লা ও আলমগীর প্রথমবারের মতো একসাথে বিজ্ঞাপনচিত্রে মডেল হতে যাচ্ছেন। এ জুটি প্রথম একসাথে জুটি হয়েছিলেন চাষী নজরুল ইসলাম পরিচালিতি ‘শিল্পী’ সিনেমায়। ১৯৯৭ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। তারপর আর তাদের পর্দায় একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ প্রায় ২৫ বছর পর তারা আবার একসঙ্গে জুটি হচ্ছেন। চিত্রপরিচালক অনন্য মামুন পরিচালিতব্য একটি বিজ্ঞাপনচিত্রে তাদের দেখা যাবে। আগামী ১০ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং হবে। অনন্য মামুন বলেন, এই বিজ্ঞাপনটি তাদের ছাড়া কল্পনা করতে পারছিলাম না। এ কারণেই তাদের নিয়ে বিজ্ঞাপনটি করছি। বিজ্ঞাপনচিত্রে অভিনেতা আলমগীর ও সঙ্গীতশিল্পী রুনা লায়লা হিসেবেই উপস্থাপন করা হবে। আশা করছি, ভালো কিছু হবে। তাদের পেয়ে আমরা অনেক আনন্দিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ