Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতের আমেজে ভিড় বাড়ছে গরম কাপড়ের দোকানে

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : প্রকৃতিতে শীতের আগমনী বার্তা শুরু হয়েছিল বেশ আগে। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু লঘুচাপসহ নানা কারণে তাপমাত্রা বেশি থাকায় তাদের ব্যবসায় মন্দা যাচ্ছিল। গত ২৮ অগ্রহায়ণ থেকে হাসি ফিরেছে শীতের পোশাক বিক্রেতাদের মুখে। কারণ গত ৩-৪ দিন ধরে রাতের তাপমাত্রা নিচের দিকে নামছে। ঠা-া বাতাসের সঙ্গে হু হু করে বেড়ে গেছে শীতের পোশাকের কদর। গত দুই দিন ধরে শহরে পুরান বাজার মেলবোর্ন প্লাজা, জজকোর্টের সামনে চরমুগরিয়া ও মস্তফাপুর মার্কেটে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ক্রেতাদের ভিড় ও বিক্রি জমে ওঠায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। মাদারীপুর আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ১ পৌষ থেকে সারাদেশের মতো মাদারীপুরে শীত জেঁকে বসেছে। গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস। শীতের মাত্রা বেশি থাকলেও তবে সূর্যের আলো থাকায় নাকাল করতে পারেনি। আবহাওয়া বিভাগ জানায়, শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহে জোরদার বইতে পারে। কুয়াশার প্রভাবও বাড়তে পারে। তাপমাত্রার এ অবস্থা কয়েকদিন চলতে পারে। সরেজমিন শহরের মার্কেটে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের উপচেপড়া ভিড়। পুরাতন শীতের পোশাকের জন্য আলোচিত মুচিবাড়ির  মার্কেটে হাঁটার উপায় নেই। প্রায় প্রতিটি দোকানে ভিড়। কাপড়ের বস্তা থেকে নতুন কাপড় বের করার সঙ্গে সঙ্গেই ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। সোনালী ব্যাংক চত্বর ও ফেরিঘাট মোড়ের ফুটপাতের দোকানেও ভিড় দেখা গেছে। বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বিলাসবহুল মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে এখন শীতবস্ত্রের আধিক্য। এ মৌসুমকে ঘিরে চাহিদানুযায়ী সরবরাহে কয়েক মাস আগে থেকেই ব্যবসায়ীরা পোশাক মজুদ করেছেন। বিশেষ করে ফুটপাতগুলোতে বিক্রেতাদের হাঁক-ডাক আর ক্রেতাদের ভিড়ে জম্পেশ পরিবেশ তৈরি হয়েছে। দেইখ্যা লন, বাইছ্যা লন, ‘একদাম’, ‘এক রেট’, একশ, ‘দেড়শ’ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, কানটুপি, মাফলার, হাত-পায়ের মোজা, গায়ের সোয়েটার, জ্যাকেট ইত্যাদি পোশাকে সয়লাব হয়ে গেছে দোকানগুলো। ফুটপাতের দোকানগুলোতে শীতবস্ত্রের পাশাপাশি কম্বলও বিক্রি হচ্ছে। অনেক দোকানে পোশাক সরিয়ে শুধু কম্বল সাজানো হয়েছে। সস্তায় শীতের পোশাক কিনতে ফুটপাতের দোকানে নিম্ন থেকে মধ্যবিত্ত শ্রেণির মানুষের ভিড় বেশি। এমনকি অনেক ধনী ব্যক্তিরাও এখান থেকে পোশাক কিনছেন। শীত আসার আগে মোটামুটি কম দামে ভালো পণ্য কেনার আশায় নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির লোকজন এসব দোকানে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ