Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

শাহজাহান বিশ্বাস, আরিচা থেকে | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ঘনকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে স্বাভাবিকভাবে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল চরমভাবে ব্যহত হচ্ছে। আরিচা-কাজিরহাট নৌরুটে ১১ ঘণ্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ঘনকুয়াশা কেটে গেলে উক্ত নৌরুটগুলোতে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে ফেরি পারাপার হতে আসা যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে থাকে। ধীরে ধীরে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট এবং রাত ১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষ ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ করে দেন। এসময় পাটুরিয়া-দৌলতাদিয়া নৌপথের মাঝ নদীতে আটকে পড়ে তিনটি ফেরি। পাটুরিয়া প্রান্তে তিনটি ও দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি নোঙর করে থাকে।
অনুরূপ আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটে তিনটি মাঝ নদীতে ১টি ও কাজিরহাট ঘাটে একটি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। ঘনকুয়াশা আর তীব্র শীতের মধ্যে মাঝ নদীতে আটকে থাকা এসব ফেরির যাত্রী ও যানবাহন চালক এবং সহকারীদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিআইডাব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, গত শুক্রবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। ভারি কুয়াশা পড়ার আগ মুহূর্তে ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো দ্রুত গন্তব্যে পৌছানোর চেষ্টা করে। এক পর্যায়ে মধ্যরাত থেকে সামান্য দূরের কিছুই যখন দেখা যাচ্ছিলনা তখন বাধ্য হয়ে ফেরি বন্ধ রাখা হয়। এতে পাটুরিয়া ঘাটে ছোট-বড় সব মিলে দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।
তিনি আরও জানান, ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ নেই। ১৬টি ফেরির মধ্যে ১১টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে যানবাহন পারাপারের জন্য। আরিচা-কাজিরহাট নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ