Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে সংঘর্ষে যুবক নিহত

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাবনার চাটমোহরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। গত শুক্রবার উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত আকবার আলীর ছেলে আনিসুর রহমান আনিস (৪৮)। তিনি পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।
চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন জানান, প্রভাকরপাড়া গ্রামের আয়নাল হক ও আনিসুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জায়গা নিজের দাবি করে আনিসুর রহমান গত শুক্রবার সকালে সীমানা প্রাচীর দেয়ার সময় আয়নাল হক ও তার স্বজনরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় প্রতিপক্ষের লোকজন আনিসুরের মাথায় শাবল দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে তাকেসহ অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ। লাশ ময়নাতদন্তরের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে চাটমোহর থানায় একটি মামলা রুজু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ